বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ব্যবসায় প্রশাসন অনুষদের ২য় থেকে ৮ম সেমিষ্টারের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ২য় থেকে ৮ম সেমিষ্টারের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম আজ সকাল ৯.০০ টায় অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। উক্ত অনলাইন প্রোগ্রামে কী নোট স্পীকার ছিলেন কানাডা কনস্টেগা কলেজ অব টেকনোলজি এন্ড এডভান্সড লার্নিং এর অধ্যাপক প্রফেসর ড. কাঞ্চন কুমার পুরোহিত, এফসিএমএ, সিপিএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর ড. মোঃ সরওয়ার উদ্দিন, এমবিএ কো অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্ত্তী’র সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
উক্ত অনলাইন প্রোগ্রামে প্রধান আতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষ গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর। তাছাড়া করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি অনলাইন শিক্ষা কার্যক্রমপরিচালনা করে আসছে। এ কার্যক্রম সফল করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কী নোট স্পীকার হিসেবে কানাডা কনস্টেগা কলেজ অব টেকনোলজি এন্ড এডভান্সড লার্নিং এর অধ্যাপক প্রফেসর ড. কাঞ্চন কুমার পুরোহিত, এফসিএমএ, সিপিএ বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনলাইনের বিকল্প নেই। সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও অনলাইন শিক্ষা বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে। তিনি ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
Latest News:
- Revised_Semester Final Examination Schedule of MBA Programs, Session: Summer-2024 (July-December).
- Semester Final Examination Schedule of MA in ELL Program, Session: Summer-2024 (July-December).
- Semester Final Examination Schedule of MBA Programs, Session: Summer-2024 (July-December).
- Condolence Message