বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের সভা অক্টোবর ১০, ২০২১ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব  এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়  ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম. আবু নোমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া,   বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রাণা করণ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার,  ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ,  সহকারী অধ্যাপক জাহেদ বিন রহিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া  আর ও  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। সভায় পূর্ববর্তী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সমূহ অনুমোদিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। বিভিন্ন বিভাগের একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত সমুহও অনুমোদন করা হয়।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশনা অনুযায়ী অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের ইউনিক আইডি নম্বর প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সরকার ও ইউজিসি নির্দেশনা মোতাবেক আগামী ১৭ অক্টেবর ২০২১ থেকে স্বশরীরে ক্যাম্পাসে ক্লাস চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বোপরি স্বাস্থ্য বিধি অনুসরণ করে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন নির্দেশনা প্রনয়ণ করা হয়।  সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব করোনা মহামারীর মধ্যেও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক মন্ডলী , কর্মকর্তা ও কর্মচারীরা  যেভাবে সুষ্ঠু  ও সুন্দরভাবে  শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তার জন্য তিনি সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্ব-শরীরে ক্যাম্পাস কার্যক্রমের এ ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন। 

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224