জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী'র সভাপতিত্বে এবং রেজিষ্টার এ এফ এম আখতারুজ্জামান কায়সার এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল আলোচনা সভায় অথিতি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর শাহাদাৎ হোসেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের ডীন প্রফেসর এ বি এম আবু নোমান।বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.নারায়ন বৈদ্য, প্রফেসর ড. হযরত আলী মিয়া,প্রফেসর শাস্বতী দাশ,বিবিএ কো অর্ডিনেটর ড. সরোয়ার উদ্দীন,ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী,এম বি এ কো অর্ডিনেটর মোঃ কামাল উদ্দীন, ডেপুটি রেজিষ্টার সালাহউদ্দিন শাহরিয়ার কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী,আইন বিভাগের ছাত্র ফারদিন ফুয়াদ সুজন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষিক, কর্মকতা এবং ছাত্ররা উপস্হিত ছিলেন।
Latest News:
- Final Term Examination Schedule 8th semseter of CSE Program, Session : Summer - 2024 (July-December).
- Final Term Examination Schedule 8th semseter of BBA Program, Session : Summer - 2024 (July-December).
- Notice regarding the Retake/Improvement registration deadline for final term Exams. Session : Summer -2024 (July - December).
- Notice for 8th Semester Students of all undergraduate programs regarding collection of admit cards for the Final Exams. Session : Summer - 2024(July-December).