আইন বিভাগের ২য় থেকে ৭ম সেমিষ্টারের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইন বিভাগের ২য় থেকে ৭ম সেমিষ্টারের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
আইনের ছাত্রছাত্রীদেরকে মানবাধিকার রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করতে হবে - প্রফেসর ড. মিজানুর রহমান,প্রাক্তন চেয়ারম্যান,জাতীয় মানবাধিকার কমিশন  
বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের উদ্যোগে ২য় থেকে৭ম সেমিষ্টারের জুলাই-ডিসেম্বর, ২০২০ সেশনের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম আজ সকাল ১০.০০ টায় বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান,পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। উক্ত অনলাইন প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এবিএম আবু নোমান, বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
উক্ত অনলাইন প্রোগ্রামে প্রধান আতিথি জাতীয় মানবাধিকার কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, আইনের ছাত্রছাত্রীদের দায়িত্ব শুধু আইনজীবী হওয়া নয়, আইনের ছাত্রছাত্রীদেরকে মানবাধিকার রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সমাজে বৈষম্য দুর করে আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের গুরুত্বপূর্ণ  দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব পালনের জন্য নিজেদের উপযুক্ত ও দক্ষ হসেবে গড়ে তোলার জন্য পড়াশোনার কোন বিকল্প নেই। তিনি বর্তমানে অনলাইন শিক্ষার সুযোগকে কাজে লাগিয়ে সময়ের সঠিক ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে পৃষ্ঠপোষক বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্ববদ্যালয় বন্ধ হওয়ার পরপর বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি অনলাইন ক্লাস শুরু করেছে, এ কার্যক্রম সফল করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের  উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। 

 

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224