Online Orientation Program of Dept. of CSE (2nd to 8th Semester)

https://jagotelevisionbd.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/?fbclid=IwAR3PQPsHLYbz-i3xEMxRzFmrhhohW1vbURBRvmMQH4ycveT-53SoKU8haSA

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই বিভাগের ২য় থেকে ৮ম সেমিষ্টারের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।
বিশ্বব্যাপী অনলাইন শিক্ষা এখন বাস্তবতা - প্রফেসর ড. বদরুল হুদা খান, বিশ্বখ্যাত ই-লার্নিং  এক্সপার্ট ও যুক্তরাস্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি’র প্রাক্তন প্রফেসর

বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২য় থেকে ৮ম সেমিষ্টারের জুলাই-ডিসেম্বর, ২০২০ সেশনের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ সকাল ১০.০০ টায় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অনুষ্ঠান উদ্বোাধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। উক্ত অনলাইন প্রোগ্রামে কবু ঘড়ঃব ঝঢ়বধশবৎ  হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিশ্বখ্যাত ই-লার্নিং  এক্সপার্ট ও যুক্তরাস্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি’র প্রাক্তন প্রফেসর ড. বদরুল হুদা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। তাছাড়া বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর   ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নুরুল আবছার, প্রভাষক আবদুল ওয়াহাব সহ কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী ও প্রায় চারশত শিক্ষার্থী অনলাইনে সংযুক্ত ছিলেন।

উক্ত অনলাইন প্রোগ্রামে কবু ঘড়ঃব ঝঢ়বধশবৎ প্রফেসর ড. বদরুল হুদা খান বলেন, নতুন প্রযুক্তিকে সাদরে গ্রহন করতে হবে। বিশ্বব্যাপী অনলাইন শিক্ষা এখন বাস্তবতা। এই কঠিন সময়ে বিশ্বব্যাপী এখন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হ”েছ। সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশে অনলাইন শিক্ষা র্কাযক্রম ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে।  তাছাড়া তিনি শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।

সেমিনারে প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্ববদ্যালয় বন্ধ হওয়ার পরপর বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি অনলাইন ক্লাস শুরু করেছ্,ে এ কার্যক্রম সফল করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224