বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রবি আজিয়াটা লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

https://forms.gle/fFxqZTRcpJ5jCToc7

ছাত্র-ছাত্রীদের অনলাইন একাডেমিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় বিভিন্ন কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নে সচেষ্ট। তারই অংশ হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ প্রত্যেক শিক্ষার্থীদের ১০০ ভাগ অনলাইন শিক্ষা কার্যক্রম অংশ গ্রহনের লক্ষ্যে প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীদের অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ডাটাপ্যাক প্রদানের জন্য বাংলাদেশের প্রসিদ্ধ মোবাইল কোম্পানী রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিষ্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার এবং রবি আজিয়াটা লিমিটেড এর পক্ষে রবি আজিয়াটা লিমিটেড এর জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস্) আরিফ আহমেদ চৌধুরী উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিজিসি ট্রাস্ট ই্উনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, রবি আজিয়াটা লিমিটেড এর ম্যানেজার আবদুল্লাহ্ আল মামুন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইটি অফিসার হাসান ইকবাল ।

এই সমঝোতা স্মারকের ফলে রবি আজিয়াটা লিমিটেড বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীদের প্রতিমাসে ১৯৯ ( একশত নিরানব্বই) টাকায় ৩০ জিবি ডাটাপ্যাক প্রদান করবে।

উক্ত ডাটাপ্যাক সুবিধা গ্রহনের জন্য সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের তাদের তথ্য সমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এবং ফেইসবুক পেইজে গুগল ফরমে পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

https://forms.gle/fFxqZTRcpJ5jCToc7

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: [email protected]

Email: [email protected]

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224