মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। প্রভাত ফেরী এর মাধ্যমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শহীদ মিনারে এবং বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ফার্মেসী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মাসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পশ্চিম পাকিস্থানীরা এ দেশের জনগণকে শুরু থেকেই শোষনের লক্ষ্যে তারা সর্ব প্রথম আমাদের মাতৃভাষার উপর আঘাত হানে। বাংলা ভাষার জন্য যারা ১৯৫২ সালে ২১ এ ফেব্রæয়ারী রক্ত দিয়েছেন তাঁদের সম্মানার্থে মাতৃভাষা বাংলাকে সর্বত্র চালু এবং বিদেশী সংস্কৃতির মাঝে আমরা যেন আমাদের ভাষা ও সংস্কৃতিকে বিসর্জন না দিই সে চেষ্টা আমাদের করতে হবে। তাহলে ভাষা শহীদদের যে মহান আতœত্যাগ তার পরিপূর্ণতা লাভ করবে।
Latest News:
- Notice for providing information of Covid-19 vaccine .
- ঐতিহাসিক ৭ ই মার্চ ২০২১ উদযাপন সম্পর্কিত নোটিশ ।
- Mid & Final examinations schedule of Dept. of Law , Trimester: September - December '2020 (Exams will be conducted online)
- UGC notice regarding Master's program and Ph.D program on Space Technology Application at Beihang University, China.