বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী অনলাইন সামার স্কুলের উদ্বোধন ।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী অনলাইন সামার স্কুলের উদ্বোধন আজ সকাল ১০.০০ টায় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অনুষ্ঠান উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর  ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব অভিজিত পাঠক, প্রভাষক সাবরিনা জাহান মাঈশা ও প্রভাষক ফারিহা ইফ্ফাত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

উক্ত সামার স্কুলে প্রথম দিনে কর্মসূচী সমূহের মধ্যে  Brain Informatics: Informatics Meets Brain Science শীর্ষক ওয়েবিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি’র শিক্ষক ড. মুফতি মাহমুদ, ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট এর বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন সরকারের সিনিয়র সহকারী সচিব ও আইটি ডিভিশনের সিনিয়র কনসালটেন্ট জনাব আর এইচ এম আলাওল কবীর, ৮ম সেমেস্টারের পোস্টার প্রেজেন্টেশন এ বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহিম ইরফান আলম, BDApps Engagement Workshop পরিচালনা করেন BDApps এর অপারেশন ম্যানেজার সাফা আত পারভেজ, ৮ম সেমেস্টারের থিসিস ও প্রজেক্ট প্রেজেন্টেশন এ বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহিম ইরফান আলম, রিসার্চ টপিক প্রেজেন্টেশন এ বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আবু নওশাদ চৌধুরী,  প্রোগ্রামিং কনটেস্ট এ বিচারক ও স্পীকার হিসেবে ছিলেন যুক্তরাস্ট্রের খ্যাতনামা সিনিয়র সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার জনাব মারুফ হাসান বুলবুল ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর প্রাক্তন ছাত্র ও হাওলাদার গ্রæপ এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহীন মোহাম্মদ ফারুক। তাছাড়া বিভিন্ন পর্বে উক্ত কর্মসূচী সমূহের উপ-কমিটির আহŸায়ক হিসেবে সহয়োগী অধ্যাপক নুরুল আবছার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক মনজুর আলম, প্রভাষক মুনমুন বিশ্বাস, প্রভাষক আবদুল ওয়াহাব, প্রভাষক ফারিহা ইফ্ফাত প্রমুখ দায়িত্ব পালন করেন। শেষ পর্বে সহকারী অধ্যাপক ফেরদৌস আরা, প্রভাষক মুনমুন বিশ্বাস, প্রভাষক বৃষ্টি রায় চৌধুরী, প্রভাষক ফারিহা ইফ্ফাত এর তত্তাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।   

সেমিনারে প্রধান অতিথি বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। এই সামার স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও দেশ-বিদেশের খ্যাতনামা অতিথিদের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারবে, যা তাদের ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজিসি ট্রাস্ট ইউনিভার্র্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  এ আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

Events Gallery

 

Campus Address

Address: "BGC Biddyanagar" Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac.bd

Email: infobgctub@gmail.com

Phone: 03033-56193

Phone: 01755588627,01755588619

Fax: +880-31-2550224